প্রশ্ন: Category-Wealth for wife ভবিষ্যতে বাড়ি করার জন্য – কোন স্বামী যদি তার নিজের স্ত্রী এর নামে প্লট ক্রয় করে – এটি কি করতে পারবে? কারণ স্ত্রী চায় তার নামে প্লট ক্রয় করা হউক। যদিও স্বামীর মা-বাবা চায় তার নিজের ছেলের নামে হউক। তবে তারা জোর করে নি যে তার ছেলের নামে করতেই হবে, প্রস্তাব করেছে। এক্ষেত্রে কী করণীয়?
উত্তর:স্বামীর জন্য আবশ্যক হল, স্ত্রীর মোহর পরিশোধ করা এবং উত্তম রূপে তার ভরণ-পোষণ, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। স্ত্রীকে এর অতিরিক্ত সম্পদ দেয়া তার জন্য আবশ্যক নয়। ইসলামী সমাজ ও পরিবার বিশেষজ্ঞগণ মনে করেন, স্ত্রীর নামে প্রয়োজনের অতিরিক্ত অর্থ-সম্পদ দেয়া হলে তা তাকে ঔদ্ধত্য ও অহংকারী করে তুলতে পারে যা পরবর্তীতে পারিবারিক অশান্তির কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি তারা সমাজের বাস্তব অবস্থা ও অভিজ্ঞতার আলোকে বলেছেন। কেননা সমাজে এ সংক্রান্ত ঘটনার অভাব নাই।
আল্লাহুল মুস্তাআন।এ ক্ষেত্রে তারা কুরআনের এই আয়াতটি তুলে ধরেন।
আল্লাহ তাআলা বলেন:
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّـهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا
“আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না। বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে ভালো কথা বলো।” (সূরা নিসার ৫ নং আয়াত)
অধিকাংশ মুফাসসির বলেন: এখানে السُّفَهَاءَ (অর্বাচীন বা নির্বোধ) দ্বারা উদ্দেশ্য হল: শিশু এবং মহিলাগণ।এ মত ব্যক্ত করেছেন, প্রখ্যাত সাহাবী ইবনে আব্বাস রা., প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবাইর, হাসান, সুদ্দী, যাহ্হাক, মুজাহিদ, আল হাকাম, কাতাদা, আবু মালিক প্রমুখ জগদ্বিখ্যাত মুফাসসিরগণ।
(দেখুন: তাফসীরে ইবনে কাসীর, সূরা নিসা ৪ নং আয়াতের তাফসীর)মোটকথা, একজন বুদ্ধিমান সচেতন স্বামীর করণীয় হল, অর্থ-সম্পদ তার নিজস্ব নিয়ন্ত্রণে রেখে তা উত্তম পন্থায় তার স্ত্রী-পরিবারের প্রয়োজনে খরচ করা। স্ত্রী বা সন্তানদের নামে বিশাল প্রোপার্টি লিখে দেয়া উচিৎ নয়। কেননা, পরিণতিতে এটি তার জীবনের জন্য বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। আল্লাহু আলাম।
উত্তর প্রদানে:আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীলদাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার সৌদি আরব
মাতার আনুগত্যের মাহাত্ম্যপূর্ণ প্রতিদান
এই ঘটনাটি বনী ইসরাইলের। তাদের মধ্যে একটি লোক অঢেল ধন-সম্পদের অধিকারী ছিল। তার কোন সন্তান ছিল না। একটি গরীব ভ্রাতুষ্পুত্র ছাড়া কোন উত্তারাধিকারী তার ছিল না। ধনী লোকটির মৃত্যুর সময়
আমার রব্ব আল্লাহ সব ক্ষমা করে দিতে পারেন
খ্রিস্টা/ন ধর্ম থেকে ফিরে আসা এক নও মুসলিম তার ইসলামে ফিরে আসার গল্প বলতে গিয়ে বলেন, আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাঁটছিলাম। আমরা গি/র্জার কাছে জি/শু খ্রিস্টের একটি মূর্তি অতিক্রম করছিলাম।