পিতামাতার সদ্বব্যবহার সংক্রান্ত ৫ টি হাদিস Leave a comment

হাদিস নং ১।

আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনবার বললেন,

আমি কি তোমাদের সবচেয়ে বড় কবীরা গুনাহগুলো সম্পর্কে অবহিত করব না? সকলে বললেন, ইয়া রাসূলাল্লাহ! অবশ্য বলুন। তিনি বললেন, (সে গুলো হচ্ছে) আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। তিনি হেলান দিয়ে বসেছিলেন; এবার সোজা হয়ে বসলেন এবং বললেন, শুনে রাখো, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এ কথাটি তিনি বার বার বলতে থাকলেন। এমনকি আমরা বলতে লাগলাম, আর যদি তিনি না বলতেন।

বুখারী – ২৪৭৮

হাদিস নং ২।

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন,

(সেগুলো হচ্ছে) আল্লাহর সাথে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া।

বুখারী – ২৪৭৭

হাদিস নং ৩।

আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,

এক ব্যাক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইল। তখন তিনি বললেন, তোমার পিতামাতা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে তাঁদের খেদমত করতে চেষ্টা কর’।

বুখারী – ২৭৯৬

হাদিস নং ৪।

মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) … আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে,

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উপকার করে খোটা দানকারী আর মাতাপিতার অবাধ্যতাকারী এবং মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।

সূনান নাসাঈ – ৫৬৭২

স্ত্রীর সাথে সদ্‌ব্যবহার (Love your Wife)
সাতটি বহুল প্রচলিত শিরক (Shirk)
বিজ্ঞানের আলোকে রোজার (Fasting) উপকারিতা
কোরআনে হাফেজ হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তা’আলা আনহু
হিংসা থেকে বাঁচার উপায়

হাদিস নং ৫।

আবদা ইবন আবদুর রহীম (রহঃ) … আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন,

কবীরা গুনাহ হলো আল্লাহ্ তা’আলার সাথে কাউকে শরীক করা, মাতাপিতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া।

সূনান নাসাঈ – ৪৮৬৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close