হুমাযাহ Al-Humaza Leave a comment

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ

 প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, 

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

 যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে 

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

 সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! 

كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ

 কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। 

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

 আপনি কি জানেন, পিষ্টকারী কি? 

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

 এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, 

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

 যা হৃদয় পর্যন্ত পৌছবে। 

إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ

 এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, 

فِي عَمَدٍ مُمَدَّدَةٍ

 লম্বা লম্বা খুঁটিতে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close