সম্পদ গড়ার কৌশল-2022 (Proven) Leave a comment

ঊমার সুল

সম্পদ গড়ার কৌশল। আপনি কি ধনী মুসলিম হতে চান?
সফল মুসলিমদের নাম ও কর্মগাঁথা জানতে ইচ্ছুক?
তাহলে ঠিক জায়গাতেই এসেছেন।
আপনাদের পরিচয় করিয়ে দেবাে বিশ্বের সবচেয়ে মেধাবী কয়েকজন মুসলিম উদ্যোক্তার
সাথে। তারা আপনাদের সাথে নিজেদের সাফল্যের রহস্য ভাগাভাগি করবেন।
ব্যবসার জগৎ প্রচণ্ড প্রতিযােগিতাপূর্ণ ও কঠিন। এই ময়দানের সাফল্য সম্পর্কে অনেক
লেখক প্রচুর কাজ করেছেন। সফল উদ্যোক্তাদের জীবনী সংক্রান্ত বইও প্রতুল।

কিন্তু এসব তথ্য মুসলিম পাঠকের পূর্ণ প্রয়ােজন মেটাতে অপারগ। কারণ সাফল্যের
বিরাট অংশ নির্ভর করে মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিক মূল্যবােধের ওপর। মুসলিম
উদ্যোক্তাদের নিয়ে আলােচনা করা বই এটিই প্রথম।
আজকের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সাফল্য বাগিয়ে নিতে তারা কী এমন করছেন?
এরকম চল্লিশ জন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তারই
ফলাফল এই বই৷ আয়, প্রভাব ও নিজস্বতার বিচারে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন
এসকল মুসলিম উদ্যোক্তা। একেকজন আবার পৃথিবীর একেক প্রান্তের মানুষ। ভারতীয়
উপমহাদেশ থেকে মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা, ইউরােপ ও উত্তর আমেরিকা—কিছুই বাদ
নেই। এমনই মানুষদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে গ্রন্থটি সাজানাে হয়েছে।

কোমর বেঁধে নিন। শুরু হতে চলেছে যাত্রা। লেখকের জানামতে, এ ধরনের বই গত
কয়েক শতাব্দীর মাঝে এটিই প্রথম।

তাই যদি ভাবনায় থাকেন—
মুসলিম হয়েও কীভাবে প্রচুর টাকা কামানাে যায়?
কীভাবে অন্যদের টেক্কা দেওয়া যায় এ প্রতিযােগিতায়?
টাকা দিয়ে করবটা কী?
পথে কী কী চ্যালেঞ্জের মােকাবিলা করতে হবে?
আজকের বাজারে সফল হতে হলে কী কী দক্ষতা প্রয়ােজন?
তাহলে জেনে রাখুন, ঠিক এই প্রশ্নগুলাের উত্তরই পাবেন মুসলিম উদ্যোক্তা বইটিতে
সাথে পাবেন আরও অনেক কিছু!

এই বইয়ের সূচির কিছু অংশঃ

ভুমিকা
সেরা মুসলিম উদ্যোক্তাদের সাফল্যের গল্প
১. হামদি উলুকায়া।
২. তারিক ফরিদ
৩. আলিকো দাঙ্গোতে
৪. আযিম রিযভী
৫. REDCO এর সিইও জনাব মুজীবুর রহমান
৬. ড. ইয়াকুব মির্জা
৭. ড. হানি।
৮. শাহজাদ সিদ্দিকি
৯. মিসেস উমু এনদিয়াই
১০. আমিনা কক্সন
১১. শহিদ আনওয়ার টাটা।
১২. ড. আইক আহমেদ
১৩. ডক্টর ফারুক এল বায।
১৪. শাহজাদ আজগর
১৫-১৬. জগলুল ব্রাদার্স –
১৭. ড. নূর মুহাম্মাদ খান।
১৮. ড. আব্দুল্লাহ ইদরিস আলি ।
১৯. আনওয়ার পারভেজ
প্রথম মূলনীতি: মুসলিমের বিশেষত্ব
॥ ইসলাম ও সম্পদ।
• ধনাঢ্যতা ইসলামের দাবি
পূর্বসূরিদের পদাঙ্ক
• সততার ফল
শ্রেষ্ঠ দৃষ্টান্ত।
• সমাজকল্যাণ

তৃতীর খুলশীতি: চিন্তাচেতনা
ল। “র প্রচার।
• আশাবাদের দ্বীন।
• আস্থার নির্মাণ।
ও সদা হাস্যোজ্জ্বল
• না হলে ভালাে, হলে আরও ভালো
• সিদ্ধান্ত আপনার
• রঙিন পানি
এ আপনি ও আপনার পরিপার্শ্ব
ও হারানোর ভয়
ও মহাকাশযাত্রা
= উত্তম পরিবর্তন
• পরিবর্তনের প্রয়ােজনীয়তা
• সবচেয়ে ধনী আফ্রিকান
• এক নম্বর ব্রোকার
ও ৫০ বছরের তরণ
• আত্মবিশ্বাসের পারদ
চতুর্থ খুলশীতি: লক্ষ্য
• কোটিপতির দেউলিয়াত্ব
সফলের সরল পথ
১০০ কোটির ১%
কথা সাবধান
তাহজুগুজার কোটিপতি।

তাই যদি ভাবনায় থাকেন—
মুসলিম হয়েও কীভাবে প্রচুর টাকা কামানাে যায়?
কীভাবে অন্যদের টেক্কা দেওয়া যায় এ প্রতিযােগিতায়?
টাকা দিয়ে করবটা কী?
পথে কী কী চ্যালেঞ্জের মােকাবিলা করতে হবে?
আজকের বাজারে সফল হতে হলে কী কী দক্ষতা প্রয়ােজন?
তাহলে জেনে রাখুন, ঠিক এই প্রশ্নগুলাের উত্তরই পাবেন মুসলিম উদ্যোক্তা বইটিতে৷
সাথে আরও অনেক কিছু!

বইটি কিনতে নিচের লিঙ্কে ভিজিট করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SHOPPING CART

close