আমাদের লেখা পাঠান

ইসলামী নিবন্ধ এবং কবিতা ব্লগে জমা দিন

আসসালামু আলাইকুম! আপনার নিজস্ব ইসলামিক সামগ্রী জমা দেওয়ার জন্য আমন্ত্রণ মুসাফির জানাচ্ছে।


আপনি যা জমা দিতে পারেন:

ইসলামিক নিবন্ধ বা কবিতা

আমাদের লেখা পাঠাতে নিম্নলিখিত ইমেইলে আপনার লেখাটি মেইল করুন। লেখাটি যদি মানসম্পন্ন হয়, তাহলে আমাদের ওয়েবসাইটে ছাপানো হবে। যাদের লেখা ছাপানো হবে, তাদের লেখার মান অনুযায়ী আমরা সম্মানী দিব, ইনশাল্লাহ।

লেখা পাঠানোর ঠিকানাঃ

admin@musafiron.com,
https://www.facebook.com/musaafiron এই পেজে ইনবক্স বা মেসেজ আকারে পাঠাতে পারেন।

লেখা পাঠানোর সময় নিচের পয়েন্টগুলো উল্লেখ করবেন।

প্রয়োজনীয় বিশদ:

পোস্ট শিরোনাম
সামগ্রী পোস্ট
আপনার নাম বা ডাক নাম (আবু আদম, বিনতে মুহাম্মদের মতো)
আপনার সম্পর্কে (বায়ো) (ঐচ্ছিক, লেখক বিভাগে প্রকাশিত হবে)
আপনার ওয়েবসাইট বা সামাজিক মিডিয়া প্রোফাইল লিঙ্ক (ঐচ্ছিক, লেখক বিভাগে প্রকাশিত হবে)

যা অনুমোদিত নয়:

নন-ইসলামিক লেখা
ওন্য ওয়েব থেকে কপি করা
অন্য ওয়েন্সাইটের লিঙ্কসহ লেখা
অন্যান্য সম্প্রদায় বা ধর্মের বিরুদ্ধে ঘৃণা প্রচার করার বিষয়বস্তু।

অনেক জমা দেওয়ার এবং পর্যালোচনা করার জন্য কম সময় থাকার কারণে দয়া করে আমাদের কিছু সময় পরীক্ষা করার জন্য দিন। সমস্ত জমাটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

জাজাকাল্লাহ খায়রান

SHOPPING CART

close